ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

গর্ভাশয় বাদ দিতে হবে কিম কারদাশিয়ানকে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
গর্ভাশয় বাদ দিতে হবে কিম কারদাশিয়ানকে কিম কারদাশিয়ান

দ্বিতীয় সন্তানের জন্মের পর হয়তো গর্ভাশয় বাদ দিতে হবে মার্কিন রিয়েলিটি টিভি তারকা কিম কারদাশিয়ানকে। নিজেই এ কথা জানিয়েছেন।

প্রথম সন্তান নর্থের জন্মের সময় ‘প্ল্যাসেন্টা অ্যাক্রিটা’ নামে এক ধরনের শারীরিক সমস্যায় পড়েছিলেন কিম। এজন্য দুটি অস্ত্রোপচারও করতে হয়েছে তাকে।

এ সম্পর্কে কিম জানান, ‘ওই অস্ত্রোপচারের ফলে আমার গর্ভাশয়ে একটা গর্ত তৈরি হয়েছে। আর সে জন্যই দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়া আমার পক্ষে খ‍ুব কঠিন হয়ে পড়েছিলো। ’

৩৪ বছর বয়সী এই তারকা আরও জানান, ‘চিকিৎসকরা আশঙ্কা করছেন, আবারও ওই একই সমস্যা হতে পারে। যদি বেশি কিছু হয়, তাহলে গর্ভাশয় বাদ দিয়ে দিতে হবে। আর সে জন্য আমি প্রস্তুত রয়েছি। তবে এই ভাবনাটা একটু ভয়ের!’   

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।