ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

স্ত্রীকে নিয়ে র‌্যাম্পে হাঁটলেন শহিদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
স্ত্রীকে নিয়ে র‌্যাম্পে হাঁটলেন শহিদ শহিদ কাপুর ও মীরা রাজপুত

লন্ডনে হানিমুন-সেলফির পর নবদম্পতিকে আর প্রকাশ্যে দেখা যায়নি। এবার ‘ল্যাকমে ফ্যাশন উইক’এ ডিজাইনার মাসাবার শো’এ হাতে হাত রেখে উপস্থিত ছিলেন শহিদ কাপুর ও স্ত্রী মীরা রাজপুত।

এমনিতেই শহিদ বেজায় ব্যস্ত। কিন্তু বন্ধু মধু মন্টেনার স্ত্রী মাসাবার শো’য়ের জন্য সময় বের করে নিয়েছিলেন বলিউডের এই ‍অভিনেতা।

ফ্যাশন শো’তে মীরা পরেছিলেন মাসাবার ডিজাইন করা একটি পোশাক। তবে পাপারাজির নজর থেকে মীরাকে বাঁচিয়ে রাখতে সমানে চেষ্টা করলেন শহিদ। ক্যামেরার সামনে খুব অল্প সময়ের জন্য পোজ দিলেন এই দম্পতি। এমনকী, শো চলাকালীনও ফ্রন্ট রো’এ মীরাকে বেশ আড়াল করে বসেছিলেন শহিদ। শো শেষে মিডিয়াকে ফাঁকি দিয়েই ভ্যানু থেকে বেরিয়ে গেলেন তারা।

শহিদ এখন ব্যস্ত সময় পার করছেন তার নতুন ছবি ‘শানদার’-এর প্রচারণার কাজ নিয়ে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন আলিয়া ভাট। ছবিটি মুক্তি পাবে আগামী ২২ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।