ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

পোশাকে-মোবাইলে দ্য কিং খান কালেকশন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
পোশাকে-মোবাইলে দ্য কিং খান কালেকশন শাহরুখ খান

শাহরুখ খান ভক্তদের জন্য দারুণ খবর। বিভিন্ন ছবিতে তার বলা সংলাপগুলো বাজারে এসেছে।

এর নাম রাখা হয়েছে ‘দ্য কিং খান কালেকশন’। এতে শুধু যশরাজ ফিল্মস প্রযোজিত ছবির সংলাপগুলোই ব্যবহার হয়েছে। এজন্য সম্প্রতি প্রতিষ্ঠানটির সঙ্গে হাত মেলায় একটি অনলাইন পোর্টাল।

জানা গেছে, শাহরুখের আওড়ানো জনপ্রিয় সব সংলাপ নিয়ে তৈরি হয়েছে টি-শার্ট ও বক্সারস। এর মধ্যে উল্লেখযোগ্য- ‘রাহুল... নাম তো সুনা হোগা’, ‘বড়ে বড়ে দেশও মে অ্যায়সি ছোটি ছোটি বাতে হোতি রেহতি হ্যায়’, ‘কে..কে..কে..কে..কে..কিরণ’। এ ছাড়া মোবাইলে ব্যবহার হয়েছে এসব ছবির স্থিরচিত্র। সবই বাজারজাত করছে ওই অনলাইন পোর্টাল।

দীর্ঘ ক্যারিয়ারে যশরাজ ফিল্মসের প্রযোজনায় স্মরণীয় কিছু ছবিতে অভিনয় করেছেন শাহরুখ। এর মধ্যে উল্লেখযোগ্য- ‘ডর’ (১৯৯৩), ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (১৯৯৫), ‘দিল তো পাগল হ্যায়’ (১৯৯৭), ‘মোহাব্বাতে’ (২০০০), ‘বীর-জারা’ (২০০৪), ‘চাক দে! ইন্ডিয়া’ (২০০৭), ‘রব নে বানা দি জোড়ি’ (২০০৮), ‘জব তাক হ্যায় জান’ (২০১২) প্রভৃতি।

বাংলাদেশ সময় : ১৬৩০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।