ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

মামাকে নিয়ে প্রশ্ন শুনে শুনে ক্লান্ত ইমরান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
মামাকে নিয়ে প্রশ্ন শুনে শুনে ক্লান্ত ইমরান ইমরান খান ও আমির খান

আমির খানের হাত ধরে বলিউডে এসেছেন ইমরান খান। ২০০৮ সালে, ‘জানে তু ইয়া জানে না’ ছবির মাধ্যমে।

সম্পর্কে তারা মামা-ভাগ্নে। মামার প্রযোজনায় ‘দিল্লি বেলি’ ছবিতেও কাজ করেছেন ভাগ্নে। মামা-ভাগ্নের এই জুটি নিয়ে সাংবাদিকরা সামনে পেলেই প্রশ্ন করেন ইমরানকে। এ কারণে মামার কথা শুনতে শুনতে ক্লান্ত বলিউডের এই অভিনেতা।

ইমরান এখন কঙ্গনা রনৌতকে নিয়ে তাদের ‘কাট্টি বাট্টি’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত। এসব অনুষ্ঠানেও মামাকে নিয়ে যারপরনাই প্রশ্ন আসে তার কাছে। এক সাক্ষাৎকারে তিনি নিজেই একথা জানান।

মামাকে নিয়ে প্রশ্ন করলে এখন ভক্তদের অদ্ভুত মনে হয় ইমরানের! বিরক্ত হয়ে মাঝে মধ্যে তাদেরকে চপেটাঘাত করারও ইচ্ছে হয় তার। কারও প্রশ্নের শুরুতেই ‘আপনার মামা...’ শুনলেই ক্ষেপে যান ৩২ বছর বয়সী এই অভিনেতা। তবে মামার ভাবমূর্তির কথা ভেবেই নিজেকে নিয়ন্ত্রণ করেন তিনি।

কয়েকদিন আগে নিখিল আদভানি পরিচালিত ‘কাট্টি বাট্টি’ দেখে আমিরের কান্নাকাটি করার খবর ফলাও করে প্রকাশিত হয়েছে। ছবিটি মুক্তি পাবে আগামী ১৮ সেপ্টেম্বর।

বাংলাদেশ সময় : ১৮৩০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।