ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

তিশমার আরেকটি ভিডিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
তিশমার আরেকটি ভিডিও তিশমা

রোজার ঈদের মতো কোরবানির ঈদ উপলক্ষেও নতুন মিউজিক ভিডিও বের করছেন তিশমা। এরই মধ্যে তার গাওয়া ‘ছয় তারের সেই সুর’ নামের একটি ভিডিও প্রকাশিত হয়েছে গত ২৭ আগস্ট।

এর সুর ও সংগীত পরিচালনা করেছেন তিনি নিজেই।

মাসখানেক আগে বেরিয়েছে তিশমার ‘হিম হিম বাতাস’ এবং ‘ইতিহাস হয়ে যাবে’ গান দুটির ভিডিও। তিশমা জানান, এগুলো প্রচার হবে দেশের দুটি টিভি চ্যানেলে। এ ছাড়া তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও দেখা যাবে ভিডিও। সামনে আসবে তার গাওয়া ‘কীভাবে বলো বাঁচি’, ‘সাদা পরী’, ‘রকস্টার’, ‘অ্যাঞ্জেল’, ‘নাচো নাগিনী’, ‘জানে অন্তর্যামী’, ‘রাতের তারা’ প্রভৃতি গানের ভিডিও। এগুলো থাকবে তার বহুল প্রতীক্ষিত প্রামাণ্যচিত্র ভিডিও অ্যালবাম ‘রক প্রিন্সেস-এক্সপোজড’-এ।

* ‘ছয় তারের সেই সুর’ গানের ভিডিও :


* ‘হিম হিম বাতাসে’ গানের ভিডিও :


* ‘ইতিহাস হয়ে যাবে’ গানের ভিডিও :


বাংলাদেশ সময় : ১৯২০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।