ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

যুক্তরাষ্ট্রের চার শহরে চিরকুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
যুক্তরাষ্ট্রের চার শহরে চিরকুট

যুক্তরাষ্ট্রে যাচ্ছে চিরকুট। ৩ সেপ্টেম্বর দেশ ছাড়বেন সুমি-সহ দলটির অন্য সদস্যরা।

থাকবেন প্রায় ২০দিন। এ সময় চিরকুট গাইবে যুক্তরাষ্ট্রের চার শহরে। জানা গেছে, এ কনসার্টগুলো হবে নিউইয়র্ক, বোস্টন, আটলান্টা ও হিউস্টনে।

সফর শুরু হবে ৪ সেপ্টেম্বর, নিউইয়র্ক থেকে। ৪ থেকে ৬ সেপ্টেম্বর- এ তিনদিন সেখানকার ইয়র্ক কলেজ সিটি ইউনিভার্সিটির পারফর্মিং আর্ট সেন্টারে অনুষ্ঠিত হবে ফোবানা সম্মেলন। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের সম্মেলন এটি। ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠানে গাইবে চিরকুট।

জানা গেছে, চিরকুট ছাড়া এতে ফেরদৌস ওয়াহিদ ও হাবিবের গাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।