ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘অশালীন’ এসএমএস পেয়ে পুলিশের কাছে বিগ-বি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
‘অশালীন’ এসএমএস পেয়ে পুলিশের কাছে বিগ-বি অমিতাভ বচ্চন

নিজের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা সোমবার জানান, (৩১ আগস্ট) অমিতাভ বচ্চন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বেশ সক্রিয় এ কথা কম বেশি সবারই জানা।

এ জন্য তাকে বিভিন্ন সময় নানা বিড়ম্বনায়ও পড়তে হয়েছে।

তবে গত একবছর ধরে তার ব্যক্তিগত মোবাইল ফোনে আসা নানা রকম ‘অশালীন’ এসএমএস’র জন্য এবার তিনি পুলিশের দারস্থ হয়েছেন।

এজন্য জুহু পুলিশ স্টেশনের সিনিয়র পরিদর্শকের বরাবর ৭২ বছর বয়সী এই অভিনেতা অশালীন এসএমএসের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। আবেদনের সঙ্গে অশালীন এসএমএসের মোবাইল ফোন স্কিনশর্ট সংযুক্ত করেছেন বলেও টুইটারে তিনি লিখেছেন।

পুলিশের কাছে অভিযোগের পর হ্যাকারদের উদ্দেশ্য করে বিগ বি ট‍ুইটারে লিখেছেন, ‘ঠিক আছে! গত এক বছর ধরে এসব অশালীন এসএমএস আসার ঘটনা ঘটছে। তবে এবার পুলিশ বিষয়টি দেখবে। ’

বর্তমানে টুইটারে বিগ বি-র ফলোয়ার সংখ্যা প্রায় ১ কোটি ৬০ লাখ।

অমিতাভ বচ্চন এখন ব্যস্ত সময় পার করছেন আর. বালকি পরিচালিত ‘কি অ্যান্ড কা’ ছবির কাজ নিয়ে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন জয়া বচ্চন, কারিনা কাপুর খান ও অর্জুন কাপুর।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
বিএসকে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।