ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘উধাও’ জাহাঙ্গীরনগরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
‘উধাও’ জাহাঙ্গীরনগরে

অমিত আশরাফের ছবি ‘উধাও’ মুক্তি পায় গত বছরের ৪ অক্টোবর। এর আগে পঁচিশটি আন্তর্জাতিক উৎসবে দেখানো হয় ছবিটি।

জিতে আনে সাতটি পুরস্কার, তিনটি মনোনয়নও। অল্প সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ‘উধাও’ দারুণ প্রশংসিত হয়।

ছবিটি এবার যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর সেখানকার টিএসসির জহির রায়হান মিলনায়তনে দেখানো হবে এটি। বিকেল ৩টা, ৫টা ও ৭টা- প্রতিদিন তিনটি করে প্রদর্শনী হবে।

‘উধাও’-এ অভিনয় করেছেন অনিমেষ আইচ, শাহেদ আলী, নওশাবা, ঋতু সাত্তার, শাহিন আক্তার ও মনির আহমেদ।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।