ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

এফডিসিতে পাহাড়ঘেরা বাড়ি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
এফডিসিতে পাহাড়ঘেরা বাড়ি! মহরত অনুষ্ঠানে এসেছিলেন আলমগীর ও রুনা লায়লা। ছবি : নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চারিদিকে পাহাড় থাকবে। কোলঘেঁষে একটা দোতলা বাংলো বাড়ি।

সামনে খানিকটা গ্রাম্য আবহ আছে। বাড়িটা নায়িকার বাবার। ছবিতে দেখানো হবে এসব। কিন্তু কোথায় পাহাড়! কোথায় বাড়ি! ওটা যে এফডিসির দুই নম্বর ফ্লোর!

ওয়াজেদ আলী সুমনের ‘অঙ্গার’ ছবির জন্য সেট ফেলা হয়েছে সেখানে। বড় বাড়ি। দু’পাশে নীল পর্দা টানানো। জানালেন, ও অংশটুকুতেই পাহাড় বসিয়ে দেওয়া হবে।

এ ছবিটিও যৌথ প্রযোজনার। বাংলাদেশ থেকে রয়েছে জাজ মাল্টিমিডিয়া আর ভারত থেকে এসকে মুভিজ। কলকাতার ওম এবং বাংলাদেশের ফাল্গুনি রহমান জলি অভিনয় করছেন।

গতকাল (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় হলো ছবিটির মহরত। রুনা লায়লা ও আলমগীর এসেছিলেন এতে। ছিলেন জাকির হোসেন রাজু, ইমন সাহা, আব্দুল আজিজ, আশীষ বিদ্যার্থী প্রমুখ।

পরিচালক জানিয়েছেন, এফডিসিতে ছবিটির দৃশ্যধারণ একটানা চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। তারপর তারা যাবেন পার্বত্য অঞ্চলে। রোমান্টিক অ্যাকশন ঘরানার এ ছবিটিতে ওম-জলি ছাড়া আরও অভিনয় করছেন অমিত হাসান, আশীষ বিদ্যার্থী, রজতাভ দত্ত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
কেবিএন/


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।