ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

জুটি বাঁধছেন সাইফের মেয়ে ও শহিদের ভাই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
জুটি বাঁধছেন সাইফের মেয়ে ও শহিদের ভাই শহিদ কাপুরের সঙ্গে তার ভাই ইশান খাত্তার ও সারা

সাইফ আলি খানের মেয়ে সারার অভিনয়ে আসার গুঞ্জন চলছে অনেকদিন ধরে। শোনা যাচ্ছে, তাকে নিয়ে ছবি প্রযোজনার পরিকল্পনা করেছেন করণ জোহর।

এতে সারার সঙ্গে জুটি বাঁধবেন শহিদ কাপুরের সৎ ভাই ইশান খাত্তার। বলিউডের হাওয়ায় এখন ঘুরেফিরে এ খবরই ভেসে বেড়াচ্ছে। পর্দায় তাদের রোম্যান্স দেখার জন্য দিন গুনতেও শুরু করেছেন অনেকে!

জানা গেছে, শহিদের মতোই প্রশিক্ষিত নাচিয়ে ইশান। তিনি হলেন নীলিমা আজিমের ছেলে। পঙ্কজ কাপুর ও নীলিমা আজিমের সংসারে জন্মেছেন শহিদ। তবে ইশানের বাবা নীলিমার প্রাক্তন স্বামী রাজেশ খাত্তার। পরে রাজেশ আরেকটি বিয়ে করেন।  

অন্যদিকে সারাও নাচেন ভালো। তবে তিনি এখন ব্যস্ত পড়াশোনা নিয়ে। রূপবতী হওয়ায় তার নায়িকা হওয়ার সম্ভাবনা যে উজ্জ্বল, তা নিয়ে কম চর্চা হয়নি। মেয়ে অভিনয়ে এলে সাইফও আপত্তি করবেন না বলে জানিয়ে রেখেছেন।

ধারণা করা হচ্ছে, নায়িকা হিসেবে যাত্রা শুরুর প্রাক্কালে সৎ মা কারিনা কাপুর খান ও মা অমৃতা সিংয়ের কাছ থেকে টিপস নেবেন সারা। করণের ধর্মা প্রোডাকশন্সের মতো বড় ব্যানার পাওয়ায় সারা ও ইশান দু’জনের পরিবারই নাকি খুশি। করণের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে তারকা হয়েছেন বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট। এবার করণের হাত ধরে সারা আর ইশানও রাতারাতি তারকা বনে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

বাংলাদেশ সময় : ১২২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।