ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

রানীর নতুন অতিথির জন্য যতো প্রস্তুতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
রানীর নতুন অতিথির জন্য যতো প্রস্তুতি রানী মুখার্জি

মা হতে যাচ্ছেন রানী মুখার্জি, খবরটা জানাজানি হয়ে গেছে। তার ভাবী জ্যোতি মুখার্জি সবাইকে জানিয়ে দিয়েছেন এই সুখবর।

সহধর্মিণীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে যেন সপ্তম স্বর্গে আছেন প্রযোজক আদিত্য চোপড়া। নতুন অতিথির জন্য নার্সারি রুম সাজাতে যুক্তরাষ্ট্র থেকে একজনকে উড়িয়ে আনছেন তিনি। ওই ঘরটি হবে বিলাসবহুল।

এদিকে জল্পনা চলছিলো, রানী-আদিত্যর সন্তান জন্ম নেবে ভারতের বাইরের কোনো দেশে। কারণ সম্প্রতি ভারতে ফেরার আগে তারা লন্ডন-সহ ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে বেড়িয়েছেন। অবশ্য পারিবারিক সূত্র জানিয়েছে, তাদের তেমন কোনো পরিকল্পনা নেই। অনাগত সন্তানের ব্যাপারে রানীর উপদেষ্টা হিসেবে কাজ করছেন মুম্বাইয়ের একজন চিকিৎসক। চোপড়া পরিবার সিদ্ধান্ত নিয়েছে, দক্ষিণ মুম্বাইয়ের একটি হাসপাতালেই জন্ম নেবে রানীর নতুন অতিথি।

বাংলাদেশ সময় : ১৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।