ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

দুই ভাইয়ের সুর-সংগীতে ‘প্রেম সাধনা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
দুই ভাইয়ের সুর-সংগীতে ‘প্রেম সাধনা’

প্রতীক হাসান ও প্রীতম হাসান দুই ভাই। দু’জনই গানের মানুষ।

দেশবরেণ্য কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলুর সন্তান তারা। এ দুই ভাইয়ের দেখা পাওয়া যাবে এক অ্যালবামে।

‘প্রেম সাধনা’ নামে একটি অ্যালবাম আসছে বাজারে। এর সবগুলো গানের সুর ও সংগীত করেছেন প্রতীক-প্রীতম। গানগুলো গেয়েছেন শাহ্ মাহবুব। এটি তার তৃতীয় একক।

লোক ও আধুনিক মিলিয়ে অ্যালবামে গান আছে মোট ৮টি। লিখেছেন কাবন্দ রাইয়ান ও মেহেদী হাসান লিমন। ঈগল মিউজিক বাজারে আনছে এটি।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।