ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

২০ কেজি কমছেন জন অ্যাব্রাহাম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
২০ কেজি কমছেন জন অ্যাব্রাহাম জন অ্যাব্রাহাম

এবার আমির খানের পদাঙ্ক অনুসরণ করতে যাচ্ছেন জন অ্যাব্রাহাম। বলিউডের এই অভিনেতা তার আগামী ছবির জন্য ২০ কেজি ওজন কমিয়ে ফেলবেন! ইতিমধ্যে ওজন কমাতে বিশেষ ডায়েটে চলে গেছেন ৪২ বছর বয়সী এই অভিনেতা।



কারণ সুজিত সরকারের আগামী ছবি ‘১৯১১’-এর কাজ খুব শিগগিরই শুরু হওয়ার কথা। মোহনবাগানের ঐতিহাসিক আইএফএ শিল্ড জয় নিয়ে ছবি বানাচ্ছেন সুজিত। যেখানে দলের ক্যাপ্টেন শিবদাস ভাদুড়িকে ঘিরে দানা বাঁধবে গল্প।

জন এখন ব্যস্ত সময় পার করছেন তার নতুন ছবি ‘ওয়েলকাম ব্যাক’-এর প্রচারণার কাজ নিয়ে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন নানা প‍াটেকর, পরেশ রাওয়াল, ডিম্পল কাপাডিয়া, শ্রুতি হাসান, অঙ্কিতা শ্রীবাস্তব ও শাইনি আহুজা। ছবিটি মুক্তি পাবে ৪ সেপ্টেম্বর।  

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
বিএসকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।