ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

জন্মদিনে বানর উপহার পেলেন সালমা

বিনোদর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৫
জন্মদিনে বানর উপহার পেলেন সালমা সালমা হায়েক

জন্মদিনে নাকি এবার একজোড়া বানর উপহার পেয়েছেন সালমা হায়েক। উপহারটি দিয়েছেন অ্যান্টোনিও ব্যান্ডেরাস।

গত ২ সেপ্টেম্বর ৪৯ বছরে পা রাখলেন হলিউডের এই অভিনেত্রী। সেই উপলক্ষে আয়োজন করা হয়েছিলো একটি চ্যাট শো।

দুই বানরের নাম সালমা দিয়েছেন মারিচিয়া ও ক্যারোলিনা। চ্যাট শো’তে তিনি বলেন, ‘বানর দু’টোর প্রেম পড়ে গিয়েছিলাম প্রায়। ‘ডেসপেরাডো’ ছবিতে ওদের থাকার কথা ছিলো। তাই বেশিদিন আমার কাছে রাখতে পারিনি। ’

সেখানে তাকে প্রশ্ন করা হয়, তাহলে অ্যান্টোনিও কি ওদের ধরে এনে দিলেন আপনাকে? উত্তরে ৪৯ বছর বয়সী এই অভিনেত্রী জানান, ‘তা জানি না! তবে যেদিন ওরা চলে গেলো, তার পরদিনই আমার জন্মদিন ছিলো। দেখি অ্যান্টোনিও একটা বড় বাক্সে করে ওদের এনেছে। বেশ কয়েকদিন ছিলো ওরা আমার কাছে। ’
 
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।