ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

রণবীরকে প্রশ্নের সামনে ফেললেন দীপিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৫
রণবীরকে প্রশ্নের সামনে ফেললেন দীপিকা

সোশ্যাল মিডিয়ার ধারেকাছেও ঘেঁষেন না রণবীর কাপুর। আর তাকেই তাক করে ধেয়ে এলো ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রাম নিয়ে হাজারো প্রশ্ন! রণবীরকে এভাবে বিপাকে ফেল‍ার পেছনে রয়েছেন তার প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড‍ুকোন!

রেকডিং চাল‍ু করে তাদের আগামী ছবি ‘তামাশা’র অফিশিয়াল ফেসবুক-টুইটার হ্যান্ডেল সম্বন্ধে দর্শককে জানাতে বললেন বলিউডের এই অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়া সম্বন্ধে আক্ষরিক অর্থেই ‘নিরক্ষর’ রণবীর জবাব দিতে গিয়ে রীতিমতো হোঁচট খেলেন! রণবীরকে নাস্তানাবুদ করে সেই ভিডিওটি ফেসবুকে আপলোড করে দেন দীপিকাই। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘বোঝাই যাচ্ছে, আমাদের বন্ধু সোশ্যাল মিডিয়া সম্বন্ধে বিশেষ কিছুই জানে না!’

রণবীর-দীপিকা এখন ব্যস্ত সময় পার করছেন তাদের নতুন ছবি ‘তামাশ’র কাজ নিয়ে। ছবিটি মুক্তি পাবে ২৭ নভেম্বর।   

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।