ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

নিশোর নতুন অভিজ্ঞতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৫
নিশোর নতুন অভিজ্ঞতা

আফরান নিশোর সঙ্গে দেখা হলো আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে। বেশ অসুস্থ মনে হলো তাকে।

ঘনঘন কাশছেন। তিনি জানালেন, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কোমরে ব্যথা। তবুও অসুস্থ শরীর নিয়ে এসেছেন শুটিংয়ে।

একটানা কয়েকদিন নৌকা চালিয়ে তার শরীরের এ অবস্থা! সম্প্রতি শেষ করলেন সুমন আনোয়ারের ‘গুলবাহার’। একদিনের কাজ বাকি ছিলো। গতকাল আবার মানিকগঞ্জে গিয়ে ওটা সেরে এসেছেন। এই কাজ করতে গিয়ে নতুন অভিজ্ঞতা হলো তার।

এ টেলিছবিতে নিশোর চরিত্র একজন মাঝির। তার প্রেম হয় গুলবাহারের সঙ্গে। দু’জন বিপরীত ধর্মের। মাঝির চরিত্রে অভিনয় করতে গেলে, নৌকা চালানো তো লাগবেই। অথচ নৌকা চালানোর অভিজ্ঞতা নিশোর আগে কখনও ছিলো না। এই প্রথম। কয়েকদিন ধরে বৈঠা বেয়ে হাতের তালুতে দাগ বসে গেছে। শরীরও বেশ ব্যথা। তবু নতুন এ অভিজ্ঞতা পেয়ে বেশ আনন্দ তার চোখে মুখে।

‘গুলবাহার’ নিয়ে উচ্ছ্বসিত নিশো। এতে আরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, ইরেশ যাকের, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, ইশরাত নিশো প্রমুখ। এবারের কোরবানির ঈদে বাংলাভিশনে প্রচার হবে এটি।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।