ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

রুনার স্মৃতিতে আদেশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
রুনার স্মৃতিতে আদেশ রুনা লায়লা ও আদেশ শ্রীবাস্তব

ভারতীয় সংগীত পরিচালক আদেশ শ্রীবাস্তব চলে গেছেন না ফেরার দেশে। তার সুরে গেয়েছেন লতা মঙ্গেশকর থেকে শুরু করে ভারতীয় সংগীতাঙ্গনের অনেক জনপ্রিয় শিল্পী।

তিনি গায়কও ছিলেন। তার সঙ্গে একটি গান গেয়েছিলেন রুনা লায়লাও। সে অনেক আগের কথা।

গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) বিভিন্ন সংবাদমাধ্যমে আদেশের মৃত্যুর খবর পড়ে নব্বই দশকের ওই স্মৃতি মনে পড়ে গেলো রুনার। ১৯৯০ সালে ‘অগ্নিপথ’ ছবিতে ‘আলীবাবা মিল গ্যায়ে চালিস চোরো সে’ শিরোনামের গানে কণ্ঠ দেন তারা দু’জন। এর সুর ও সংগীত পরিচালনা করেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। মুকুল এস. আনন্দ পরিচালিত গানটিতে দেখা গেছে অমিতাভ বচ্চন, ড্যানি ডেনজংপা ও শক্তি কাপুরকে। ছবিটি প্রযোজনা করেন করণ জোহরের বাবা যশ জোহর।

স্মৃতি রোমন্থন করে রুনা ফেসবুকে গানটির ভিডিও লিংক শেয়ার করে লিখেছেন, ‘জনপ্রিয় সংগীত পরিচালক আদেশের চলে যাওয়ায় আমি গভীরভাবে শোকাহত। তিনি আমার সহশিল্পীও ছিলেন। আমরা একসঙ্গে গেয়েছিলাম ‘অগ্নিপথ’ ছবির এই গান। তার আত্মা শান্তিতে থাকুক। ’

* ‘আলীবাবা’ গানের ভিডিও :


বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।