ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ইউটিউবে নতুনভাবে ‘কেয়ামত থেকে কেয়ামত’

স্টাফ রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
ইউটিউবে নতুনভাবে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সালমান শাহ ও মৌসুমী

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় স্বপ্নিল পথচলা শুরু করেন সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিরবিদায় নেন তিনি।

তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ওই ছবির মাস্টার প্রিন্ট নিজেদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করছে ঈগল মিউজিক।

সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’-এ সালমানের সহশিল্পী ছিলেন মৌসুমী, রাজীব, ডন প্রমুখ।

জানা গেছে, ‘কেয়ামত থেকে কেয়াম ‘-এর পাশাপাশি সালমান শাহ অভিনীত ‘সুজন সখি’, ‘জীবন সংসার’, ‘আনন্দ অশ্রু’ এবং ‘প্রেম যুদ্ধ’ ছবিগুলোর বাণিজ্যিক স্বত্ত্ব রয়েছে ঈগল মিউজিকের অধীনে।

বাংলাদেশ সময় : ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।