ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

পুলক-পড়শী : ‘তুমি এলে জীবনে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
পুলক-পড়শী : ‘তুমি এলে জীবনে’

দু’জনই এসেছেন সংগীত প্রতিযোগিতা থেকে, তা-ও কয়েক বছর হয়ে গেলো। তবে এবারই প্রথম একসঙ্গে গাইলেন পুলক ও পড়শী।

‘তুমি এলে জীবনে’ শিরোনামের গানটি থাকছে এম কে জামান পরিচালিত ‘বিষাক্ত ইয়াবা’ ছবিতে। এর কথা লিখেছেন ও সুর করেছেন কামরুল খান, সংগীতায়োজনে বাবুল রাজা ও হৃদয়।

পুলক বললেন, ‘আমি মূলত সুফি ঘরানার গান করি। আর পড়শী সফট রোমান্টিক ধাঁচের গান করে। সেজন্যই হয়তো এতদিন আমাদের একসঙ্গে গাওয়া হয়নি। আমাদের প্রথম গানটি এক কথায় দারুণ হয়েছে। ’

এদিকে পুলক এখন চলচ্চিত্রের গান ও কনসার্টের পাশাপাশি নিজের নতুন একক অ্যালবামের গান রেকর্ডিং নিয়ে ব্যস্ত। অন্যদিকে পড়শী ব্যস্ত নিজের কণ্ঠে একটি রবীন্দ্রসংগীতের মিউজিক ভিডিও নিয়ে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।