ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ইমরান-কঙ্গনার গানের জন্য ২৩ হাজার স্থিরচিত্র!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
ইমরান-কঙ্গনার গানের জন্য ২৩ হাজার স্থিরচিত্র! কঙ্গনা রনৌত ও ইমরান খান

গানের শিরোনামই ‘লিপ টু লিপ’, তাই এর ভিডিওতে চুম্বন দৃশ্য থাকাটা অস্বাভাবিক নয় মোটেই। চমকপ্রদ ব্যাপার হলো, ইমরান খান ও কঙ্গনা রনৌত অভিনীত ‘কাট্টি বাট্টি’ ছবির এই গানের চিত্রায়ন চলাকালে তোলা হয়েছে ২৩ হাজার স্থিরচিত্র!

রোমান্টিক-কমেডি ধাঁচের ছবিটির তৃতীয় গান হিসেবে ইউটিউবে মুক্তি পেয়েছে ‘লিপ টু লিপ’ গানের ভিডিও।

এরই মধ্যে এটি দেখা হয়েছে ১০ লাখ বার। এতে বেশিরভাগ সময় চুম্বনরত অবস্থায় দেখা গেছে কঙ্গনা-ইমরান জুটিকে।

এই গানে ব্যবহার করা হয়েছে স্টপ মোশন প্রযুক্তি। বলিউডের আর কোনো ছবিতে এটা ব্যবহার করা হয়নি। এই প্রযুক্তিতে পুরো ভিডিও সম্পন্ন করতেই এতো বিপুলসংখ্যক ছবি তুলেছেন পরিচালক নিখিল আদভানি। গানটির কাজ হয়েছে আট ঘণ্টা করে তিন দিন। ‘কাট্টি বাট্টি’ মুক্তি পাবে আগামী ১৮ সেপ্টেম্বর।

* ‘লিপ টু লিপ’ গানের ভিডিও:


বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।