ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

আবার একসঙ্গে সালমান-ক্যাটরিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
আবার একসঙ্গে সালমান-ক্যাটরিনা সালমান খান ও ক্যাটরিনা কাইফ

সালমান খান আর ক্যাটরিনা কাইফের মধ্যে এখন মন দেওয়া-নেওয়া হয় না। তবে সম্পর্কটা দা-কুমড়ার নয়।

তাই বিভিন্ন অনুষ্ঠানে দু’জনকে দেখা গেছে ফুরফুরে মেজাজে। তবে দর্শকদের অতৃপ্তি মেটেনি তাতে। সালমান-ক্যাটরিনাকে আবার একসঙ্গে বড় পর্দায় দেখতে চেয়েছিলেন তারা। সবার আশা পূর্ণ হচ্ছে। ফের জুটি বাঁধছেন বলিউডের এই দুই তারকা।

সম্পর্ক ভেঙে যাওয়ার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো একই ফ্রেমে অভিনয় করবেন সালমান-ক্যাটরিনা। ২০১২ সালে কবির খান পরিচালিত ‘এক থা টাইগার’ ছবির পর আর একসঙ্গে অভিনয় করেননি তারা। দু’জনে প্রথমবার জুটি বাঁধে ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’য় (২০০৫)।

ছোট বোন আলভিরার স্বামী অতুলের প্রযোজনায় সালমান অভিনয় করেছেন ‘বডিগার্ড’ ছবিতে। শোনা যাচ্ছে, নাম চূড়ান্ত না হওয়া নতুন ছবিটি পরিচালনার জন্য কবির খানকে প্রস্তাব দিয়েছেন সালমানের ভগ্নিপতি।

জানা গেছে, চিত্রনাট্য তৈরির কাজ শেষ। এরই মধ্যে রাজি হয়ে গেছেন সালমান। এখন শুধু ক্যাটরিনার সম্মতির অপেক্ষা। ৪৯ বছর বয়সী এই অভিনেতা নিশ্চিত করেছেন, ‘সুলতান’-এর কাজ শেষে অতুলের ছবিটির কাজে হাত দেবেন তিনি। সল্লু এখন ব্যস্ত সুরজ বরজাতিয়া পরিচালিত ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির কাজ নিয়ে। এটি মুক্তি পাবে চলতি বছরের নভেম্বরে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।