ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

সব জেমস বন্ডকে যেভাবে ছাড়িয়ে গেলেন ক্রেগ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
সব জেমস বন্ডকে যেভাবে ছাড়িয়ে গেলেন ক্রেগ ড্যানিয়েল ক্রেগ

রূপালি পর্দায় জেমস বন্ড হয়েছেন মোট ছয় জন। এ তালিকায় এখন টিকে আছেন ড্যানিয়েল ক্রেগ।

একটা দিক দিয়ে আগের পাঁচজনকে ছাড়িয়ে গেলেন তিনি। জেমস বন্ড সিরিজের ২৪তম ছবি ‘স্পেক্টর’-এর সহ-প্রযোজকও তিনি।

জেমস বন্ড চরিত্রে অভিনয়ের পাশাপাশি এই সিরিজের ছবি প্রযোজনা করেছেন, এমন প্রথম অভিনেতা ক্রেগ। ৪৭ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেতার আগে আর কোনো অভিনেতার এই নজির নেই। নতুন ছবির পোস্টারে তার নাম আছে সহ-প্রযোজক হিসেবেও। এতে সাদা রঙা টাক্সেডো আর চিরচেনা দৃষ্টিতে দাঁড়িয়ে আছেন তিনি।

আয়ান ফ্লেমিংয়ের কালজয়ী চরিত্র জেমস বন্ড নিয়ে বানানো ২৪তম ছবি এটি। আগেরটির মতো ‘স্পেক্টর’ও পরিচালনা করেছেন স্যাম মেন্ডেস। এতে ক্রেগের সহশিল্পী মনিকা বেলুচ্চি, ক্রিস্টোফ ওয়াল্টজ, লেয়া সেদু, বেন হুইশো, নাওমি হ্যারিস, র‌্যালফ ফাইনেস। যুক্তরাজ্যে ছবিটি মুক্তি পাবে আগামী ২৬ অক্টোবর।

* ‘স্পেক্টর’ ছবির ট্রেলার :


বাংলাদেশ সময় : ২০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।