ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

মা হচ্ছেন রুহি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
মা হচ্ছেন রুহি দিলরুবা ইয়াসমিন রুহি / ছবি: নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রুহির খুশির যেন বাঁধ ভেঙেছে। কারণ প্রথমবার মা হতে যাচ্ছেন তিনি।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজেই সুখবরটি দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

মা হওয়া প্রসঙ্গে রুহি বলেছেন, ‘জীবনটা হলো সুখ, সাফল্য ও ভালোবাসার স্মরণীয় অধ্যায়। আমি গর্ব ও আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। আমরা এখন আলি পরিবারের নতুন সদস্যের অপেক্ষায় আছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। ’

র‌্যাম্প মডেল থেকে ছোট পর্দা, অতঃপর বড় পর্দায় হাজির হয়েছেন দিলরুবা ইয়াসমিন রুহি। তার অভিনীত মনসুর আলির পরিচালনায় ‘একাত্তরের সংগ্রাম’ এবং অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ ছবি দুটি প্রশংসিত হয়েছে। এখনও মুক্তি পায়নি ইসমত আরা চৌধুরী শান্তির ‘মায়ানগর’। এ ছাড়া ওপার বাংলার ‘গ্ল্যামার’ নামের একটি ছবিতেও কাজ করেছেন তিনি।

‘একাত্তরের সংগ্রাম’ ছবির কাজ করতে গিয়েই ব্রিটিশ প্রবাসী বাংলাদেশি নির্মাতা মনসুর আলির সঙ্গে সখ্য গড়ে ওঠে রুহির। এরপর তা রূপ নেয় ভালোবাসায়। বিয়ের মধ্য দিয়ে তাদের সম্পর্কের সফল সমাপ্তি হয়েছে। গত বছরের ৩ সেপ্টেম্বর তারা আনুষ্ঠানিকভাবে ঘর বাঁধেন।

বাংলাদেশ সময় : ০২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।