ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

বাপ্পা ৪২০!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
বাপ্পা ৪২০! ছবি: নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ক’দিন আগেই ‘মিডনাইট ব্ল্যাককফি’তে ছিলেন। এবার ‘মি. ৪২০’-এ।

অভিনয় বাপ্পা মজুমদার অনেক আগেই শুরু করেছিলেন। কিন্তু সেটা খুব কম, মাঝেমধ্যে। দু’একটি স্বল্পদৈর্ঘ্যরে চরিত্রে। কখনও নিজের চরিত্রেই। নতুন যে খবরটা এলো, সেটায় বাপ্পার চরিত্রের দৈর্ঘ্য বেশ লম্বা। শুটিংয়েও সময় দিতে হবে একটানা কয়েকদিন। মানে, গানের এই মানুষটির কয়েকটি দিন-রাত খরচ হবে অভিনয়েই।

বাপ্পার আগের নাটকগুলোর মতো এটি একক নয়, ঈদের সাত পর্বের ধারাবাহিক। নাম ‘মি. ৪২০’। সুমন্ত আসলামের উপন্যাস ‘মি. ৪২০’ থেকেই ধারাবাহিকটি নির্মাণ করছেন ইমরাউল রাফাত। চিত্রনাট্য তিনিই লিখেছেন। ১৭ সেপ্টেম্বর থেকে এর দৃশ্যধারণে অংশ নিচ্ছেন বাপ্পা।

এতে আরও আছেন সাজু খাদেম, মিশু সাব্বির, মেহজাবিন, কচি খন্দকার, মনিরা মিঠু, আব্দুল্লাহ রানা, সুদিপ, জয়নাল, শেহজাদ প্রমুখ। ধারাবাহিকটি প্রচার হবে কোরবানির ঈদে, দেশ টিভিতে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।