ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

সোশ্যাল মিডিয়ায় কেনো নেই কঙ্গনা-ইমরান?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
সোশ্যাল মিডিয়ায় কেনো নেই কঙ্গনা-ইমরান? ইমরান খান ও কঙ্গনা রানৌত

আগামীকাল মুক্তি পাবে ইমরান খান ও কঙ্গনা রানৌত অভিনীত ছবি ‘ক‍াট্টি বাট্টি’। আর ঠিক শেষ মুহূর্তে এসে কি প্রশ্নের মুখে পড়তে হলো তাদের।

গত মঙ্গলবার মুম্বাইয়ের একটি মিডিয়া অনুষ্ঠানে তাদের প্রশ্ন করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা কেনো নেই?

এই প্রশ্ন কর‍াতে ইমরান-কঙ্গনা খুশি না হলেও খুশি হয়েছেন ছবির পরিচালক নিখিল আদভানি। তিনি জানান, ‘ঈশ্বরকে ধন্যবাদ, কেউ তো এই প্রশ্নটা করলো। দয়া করে তাদের জিজ্ঞাসা করুন সমাজিক মাধ্যমগুলোতে তারা কেনো নেই। ’

টুইটারে ইমরানের ফ্যানপেজে ফলোয়ারের সংখ্যা ৫০ হাজার। কিন্তু তারপরও টুইটারে তার কোনোও আগ্রহ নেই। এ সম্পর্কে ইমরান জানান, ‘জীবনে নিজেকে ব্যস্ত রাখার জন্য অনেক কাজ রয়েছে আমার। ’

অন্যদিকে টুইটারে কঙ্গনার ফ্যানপেজে ফলোয়ারের সংখ্যা ৪৫ হাজার। কিন্তু তিনি জানান টুইটারে বসার মতো সময় তার কাছে নেই। তিনি আরও জানান, ‘ছবিতে নিজের চরিত্রকে ভালোভাবে ফুটিয়ে তুলতে আমার ছয় মাস সময় লাগে। এমনকী তখন আমি আমার মায়ের সঙ্গেও কথা বলতে পারি না। ’ 

নিখিল আদভানি পরিচালিত ‘কাট্টি বাট্টি’ মুক্তি পাবে ১৮ সেপ্টেম্বর। ছবিতে ম্যাডি চরিত্রে অভিনয় করেছেন ইমরান খান এবং পায়েল চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানৌত।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।