ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

সম্মাননা পাচ্ছেন সালমান শাহর ভক্ত শাহিদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
সম্মাননা পাচ্ছেন সালমান শাহর ভক্ত শাহিদা সালমান শাহ ও ভক্ত শাহিদা স্বর্ণা

শাহিদা স্বর্ণা থাকেন নোয়াখালীর মাইজদী। স্ত্রী, মা, পুত্রবধু, সন্তান- সব ছাপিয়ে তার সবচেয়ে বড় পরিচিতি ‘সালমান শাহর ভক্ত’।

মানুষ তাকে এ পরিচয়েই জানে। ১৯ বছর পেরিয়ে গেছে প্রিয় নায়ক নেই। তবুও তিনি আগের মতোই ভালোবাসেন তাকে। আগলে রেখেছেন সালমানের অসংখ্য পোস্টার, ভিউকার্ড।

শাহিদা স্বর্ণাকে সম্মাননা দিচ্ছে সালমান শাহ স্মৃতি পরিষদ। ১৯ সেপ্টেম্বর সালমানের ৪৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সংগঠনটি আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও তারকামেলা। জন্মদিনের বিকেলে এফডিসি চত্বরে হবে এ আয়োজন। উদ্বোধন করবেন সালমান শাহর মা নীলা চৌধুরী।

সংগঠনটি আরও সম্মাননা দেবে ফেরদৌস, মৌসুমী রুবেল, কনকচাঁপা, আগুন, অমিত হাসান, জায়েদ খান, সোহানুর রহমান সোহান ও দেলোয়ার জাহান ঝন্টুকে। তারকা, শিল্পী, নির্মাতার বাইরে এবারই প্রথম একজন সালমান-ভক্তকে সম্মাননা দিচ্ছে তারা। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায়।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।