ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

বিবারকে সারাজীবন ভালোবাসবো: সেলেনা গোমেজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
বিবারকে সারাজীবন ভালোবাসবো: সেলেনা গোমেজ সেলেনা গোমেজ

জাস্টিন-সেলেনার সম্পর্কটা ভেঙেছে অনেক আগেই। কিন্তু তারপর প্রাক্তন প্রেমিক জাস্টিন বিবারের জন্য নিজের হৃদয়ে আলাদা জায়গা করে রেখেছেন সেলেনা গোমেজ।

সম্পর্ক ভেঙে গেলেও বন্ধুত্বকে হারিয়ে যেতে দেননি তারা। এ বিষয়ে ২১ বছর বয়সী এই গায়িকা জানান, ‘সত্যিকারভাবে আমরা এখনও ভালো বন্ধু’।

তিনি আরও জানান, ‘আমি তাকে সারাজীবন সমর্থন করবো এবং তাকেই ভালোবাসবো। আমরা একসাথে বড় হয়েছি। এবং আমি মনে করি তিনিও আমাকে সম্মান করেন। ’

সেলেনাকে প্রশ্ন করা হয় যদি আপনাদের সম্পর্ক আবার হয়, তাহলে কি করবেন। জবাবে মুচকি হেসে তিনি জানান, ‘আমি জানি না। ’ চার বছর চুটিয়ে প্রেম করার পর গত বছরের অক্টোবরে বিচ্ছেদ হয় তাদের।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।