ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

একমঞ্চে গাইলেন রুনা-বন্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
একমঞ্চে গাইলেন রুনা-বন্যা (বাঁ থেকে) রুনা লায়লা ও রেজওয়ানা চৌধুরী বন্যা

রুনা লায়লা ও রেজওয়ানা চৌধুরী বন্যা শিল্পীদেরও শিল্পী। তারকাদেরও তারকা।

এপারে তো বটেই, ওপার বাংলার শিল্পীদের কাছেও। দেশীয় সংগীতাঙ্গনের এ দুই উজ্জ্বল নক্ষত্র ক’দিন আগে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার মহাউৎসবের মঞ্চে এসেছিলেন। এবার আরেকটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করলেন দু’জনে।
 
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) লোগো পরিবর্তন উপলক্ষে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে গান গেয়েছেন রুনা ও বন্যা। গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাদের কণ্ঠে গান শুনেছেন শত শত আমন্ত্রিত দর্শক-শ্রোতা।

অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা গেয়েছেন কবিগুরুর গান ‘দুঃখ  জাগানিয়া তোমায় গান শুনাবো’ ও ‘আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী’। এরপর রুনা পরিবেশন করেন ‘প্রতিদিন তোমায় দেখি সূর্যরাগে’, ‘অনেক বৃষ্টি ঝরে তুমি এলে’ প্রভৃতি।

এ আয়োজন উপস্থাপনা করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতাহার আলী খান। চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার এবং রফিকুন্নবী ইউসিবির চেয়ারম্যান এম এ হাসেম, চেয়ারম্যান (এক্সিকিউটিভ কমিটি) আনিসুজ্জামান চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীর হাতে নতুন লোগোর স্কেচ তুলে দেন।
 

বাংলাদেশ সময় : ০৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।