ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

ইমরানকে ম্যাসেজ পাঠালেন হৃতিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
ইমরানকে ম্যাসেজ পাঠালেন হৃতিক হৃতিক রোশন ও ইমরান খান

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছেন ইমরান খান ও কঙ্গনা রানৌত অভিনীত ছবি ‘কাট্টি বাট্টি’। আর সেটি দেখেই ছবির নায়ক ইমরানকে শুভকামনা জানিয়েছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন।

কেননা ছবিতে তার অভিনয় পছন্দ হয়েছে হৃতিকের। শুধু শুভেচ্ছাই জাননি তিনি, সঙ্গে পাঠিয়েছেন একটি ম্যাসেজ।   

এ বিষয়ে ইমরান জানান, ‘আমি বিশ্বাস করতে পারছিলাম না তার মতো একজন বড় তারকা আমাকে ম্যাসেজ পাঠিয়েছেন। তিনি শুধু আমরা অন‍ুপ্রেরণ‍া নয়, নতুন প্রজন্মের অনুপ্রেরনাও। তার পাঠানো ম্যাসেজ পাওয়ার পর আমি অনেকটা ভাষাহীন হয়ে গিয়েছিলাম। ’

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।