ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

সাইমন ও মাহি পরস্পরের জন্য লাকি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
সাইমন ও মাহি পরস্পরের জন্য লাকি! মাহিয়া মাহি, ফারিয়া শাহরিন ও সাইমন

সাইমন ও মাহিকে একসঙ্গে একটি ছবিতেই দেখেছে দর্শক। ‘পোড়ামন’ নামে ওই ছবিটি পরিচালনা করেন জাকির হোসেন রাজু।

মুক্তি পায় ২০১৩ সালে। এরপর ‘দবির সাহেবের সংসার’-এর দৃশ্যধারণে যদিও সাইমন কিছুদিনের জন্য অংশ নিয়েছিলেন। কিন্তু পর্দা পর্যন্ত আসেনি এ জুটি। সাইমন বাদ পড়েন ছবিটি থেকে। এরপর তাদেরকে আর একসঙ্গে দেখা যায়নি।

সম্প্রতি এক অনুষ্ঠানে সাইমন ও মাহি বললেন, ‘আমরা একজন আরেকজনের জন্য লাকি!’ দেশ টিভির ‘সিনে স্টারস’ অনুষ্ঠানে এসে এ কথা বলেছেন তারা। জানিয়েছেন, কেন তাদের একসঙ্গে তেমন কাজ করা হয়নি। ভবিষ্যতে আবারও দেখা যাবে কিনা, জানিয়েছেন সে কথাও। অনুষ্ঠানটির মাধ্যমে দু’বছর পর আবারও একসঙ্গে দেখা যাবে এ জুটিকে।

কথা বলেছেন তাদের অভিনয় জীবন নিয়েও। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফারিয়া শাহরিন। আহমেদ জামান শিমুলের পরিকল্পনা ও গ্রন্থনায় এটি প্রযোজনা করেছেন রেজওয়ানুল কবির মাসুম। দেশ টিভিতে ঈদের দিন সন্ধ্যা ৬টায় প্রচার হবে সাইমন-মাহির আড্ডার এ পর্বটি।



বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।