ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

মায়েদের দেখিয়ে দিলেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
মায়েদের দেখিয়ে দিলেন ঐশ্বরিয়া ঐশ্বরিয়া রাই বচ্চন

কন্যাসন্তানের মা হওয়ার পর ঐশ্বরিয়া রাই বচ্চনের ওজন বেড়ে যাওয়া নিয়ে কম লেখালেখি হয়নি। সেইসব লেখকদের জন্য চমক! ‘জাজবা’ ছবির নতুন গান ‘কাহানিয়া’য় সাবেক এই বিশ্বসুন্দরী দেখিয়ে দিলেন, মাতৃত্বের পর কীভাবে পুরনো শারীরিক গড়নে ফিরতে হয়।



গানটির ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের বিভিন্ন স্থানে জগিংয়ের পাশাপাশি যোগব্যায়াম অনুশীলন করছেন অ্যাশ। এতে ৪১ বছর বয়সী এই অভিনেত্রীর ফিটনেসের দিকটি প্রাধান্য পেয়েছে। সন্তান ও কাজ সমানতালে সামলানোর কৌশলটা ভালো রপ্ত করেছেন তিনি। বিশ্লেষকদের মন্তব্য, ভিডিওটি দেখে তার মেয়ে ভক্তরা ফিটনেসের ব্যাপারে আরও মনোযোগী হবে।

মেলোডিয়াস গানটি গেয়েছেন নিলোফার ওয়ানি ও অর্ক। কথা ও সুর অর্কর।   সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘জাজবা’ মুক্তি পাবে আগামী ৯ অক্টোবর। এতে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে ঐশ্বরিয়াকে। মেয়েকে অপহরণকারীদের হাত থেকে বাঁচাতে জীবনবাজি রাখেন তিনি।

* ‘কাহানিয়া’ গানের ভিডিও :


বাংলাদেশ সময় : ১৪০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।