ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

এমিতে নতুন নতুন ইতিহাস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এমিতে নতুন নতুন ইতিহাস এমি পুরস্কার হাতে জন হ্যাম ও ভিওলা ডেভিস

নতুন নতুন ইতিহাসের সাক্ষী হলো এমি অ্যাওয়ার্ডসের ৬৭তম আসর। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মাইক্রোসফট থিয়েটারে গত ২০ সেপ্টেম্বর হয়ে গেলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এবার সম্মানজনক ড্রামা সিরিজ বিভাগে সেরা অভিনেত্রী হিসেবে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে পুরস্কার জিতেছেন ভিওলা ডেভিস।

এবিসি নেটওয়ার্কের ‘হাউ টু গেট অ্যাওয়ে উইথ মার্ডার’ সিরিজে শক্ত অপরাধী প্রতিরক্ষা আইনজীবী চরিত্রে অভিনয় করেছেন ভিওলা। পুরস্কার গ্রহণের পর তিনি বলেছেন, ‘গায়ের রঙই একমাত্র নারীদের থেকে অন্যদের আলাদা করে দেয়!’

সাত বছর মনোনয়ন পেয়েও খালি হাতে ফেরা ‘ম্যাড মেন’ তারকা জন হ্যাম অবশেষে ড্রামা সিরিজ বিভাগে সেরা অভিনেতার পুরস্কার ঘরে নিতে পারলেন। তাই তিনি বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমার কাছে এখানে দাঁড়িয়ে থাকা অবিশ্বাস্য আর অসম্ভব ব্যাপার!’

অন্যদিকে কমেডি সিরিজ বিভাগে সেরা অভিনেতার পুরস্কার জিতে নতুন ইতিহাস গড়লেন জেফ্রি ট্যাম্বর। কারণ তার অভিনীত ‘ট্রান্সপারেন্ট’ হলো অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজনের অনুষ্ঠান। এতে নারী বেশে অভিনয় করেছেন জেফ্রি।

কমেডি সিরিজ ‘ভিপ’-এর সুবাদে সেরা অভিনেত্রী (কমেডি) হিসেবে চতুর্থবারের মতো এমি জিতলেন জুলিয়া লুইস-ড্রেফাস। মিনি সিরিজ ‘অলিভ কিটারিজ’ জিতেছে তিনটি পুরস্কার। এবারের এমিতে সর্বাধিক ১১টি পুরস্কার জিতেছে ‘গেম অব থ্রোনস’। তিন বছর পর ফের সেরা ড্রামা সিরিজ হলো এটি।

অ্যান্ডি স্যামবার্গের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে বর্তমান টিভি অনুষ্ঠানের মান বিষয়ক একটি ব্যাঙ্গাত্মক মিউজিক ভিডিও দেখানো হয়। অ্যান্ডি বলেছেন, ‘এমির ইতিহাসে এবারই প্রথম মনোনয়ন তালিকায় বৈচিত্র দেখা গেলো। অভিনন্দন হলিউড, তুমি কাজটা করতে পেরেছো! হ্যাঁ, বর্ণবাদের ইতি হলো। ’

যারা পেলেন এমি ২০১৫
ড্রামা সিরিজ: গেম অব থ্রোনস
কমেডি সিরিজ: ভিপ
মিনি সিরিজ: অলিভ কিটারিজ
টিভি মুভি: বেসি
অভিনেত্রী (ড্রামা সিরিজ): ভিওলা ডেভিস (হাউ টু গেট অ্যাওয়ে উইথ মার্ডার)
অভিনেতা (ড্রামা সিরিজ): জন হ্যাম (ম্যাড মেন)
পার্শ্ব-অভিনেত্রী (ড্রামা সিরিজ): উজো আদুবা (অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক)
পার্শ্ব-অভিনেতা (ড্রামা সিরিজ): পিটার ডিঙ্কলেজ (গেম অব থ্রোনস)
অভিনেত্রী (কমেডি সিরিজ): জুলিয়া লুইস-ড্রেফাস (ভিপ)
অভিনেতা (কমেডি সিরিজ): জেফ্রি ট্যাম্বর (ট্রান্সপারেন্ট)
পার্শ্ব-অভিনেত্রী (কমেডি সিরিজ): অ্যালিসন জেনি (মম)
পার্শ্ব-অভিনেতা (কমেডি সিরিজ): টনি হেইল (ভিপ)
অভিনেত্রী (মিনি সিরিজ/টিভি মুভি): ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড (অলিভ কিটারিজ)
অভিনেতা (মিনি সিরিজ/টিভি মুভি): রিচার্ড জেনকিন্স (অলিভ কিটারিজ)
পার্শ্ব-অভিনেত্রী (মিনি সিরিজ/টিভি মুভি):  রেজিনা কিং (আমেরিকান ক্রাইম)
পার্শ্ব-অভিনেতা (মিনি সিরিজ/টিভি মুভি): বিল মারে (অলিভ কিটারিজ)
পরিচালক (ড্রামা সিরিজ): ডেভিড নাটার (গেম অব থ্রোনস)
পরিচালক (মিনি সিরিজ/টিভি মুভি/ড্রামাটিক স্পেশাল): লিসা শোলোডেঙ্কো (অলিভ কিটারিজ)
পরিচালক (কমেডি সিরিজ): জিল সলোওয়ে (ট্রান্সপারেন্ট)
পরিচালক (ভ্যারাইটি স্পেশাল): ডন রয় কিং (দ্য স্যাটারডে নাইট লাইভ ফর্টিথ অ্যানিভার্সারি)
লেখক (ড্রামা সিরিজ): ডি বি ওয়েইস ও ডেভিড বেনিওফ (গেম অব থ্রোনস)
পরিচালক (ভ্যারাইটি সিরিজ): চাক ও’নেইল (দ্য ডেইলি শো)
লেখক (ভ্যারাইটি সিরিজ):  দ্য ডেইলি শো
লেখক (কমেডি): আর্মান্দো আয়ানুচ্চিম, টনি রোশে ও সায়মন ব্ল্যাকওয়েল (ভিপ)
লেখক (মিনি সিরিজ/টিভি মুভি/ড্রামাটিক): জেন অ্যান্ডারসন (অলিভ কিটারিজ)
রিয়েলিটি শো: দ্য ভয়েস
ভ্যারাইটি স্কেচ সিরিজ: ইনসাইড অ্যামি শুমার
ভ্যারাইটি টক সিরিজ: দ্য ডেইলি শো
ডকুমেন্টারি/নন-ফিকশন সিরিজ: দ্য জিংক্স: দ্য লাইফ অ্যান্ড ডেথস অব রবার্ট ডার্স্ট

বাংলাদেশ সময় : ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।