ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

সাজু খাদেম এলে সবাই বোবা হয়ে যায়!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
সাজু খাদেম এলে সবাই বোবা হয়ে যায়! বোবা মাস্তানের ভূমিকায় সাজু খাদেম

কিছুই বোঝা যাচ্ছে না! সাজু খাদেমের সামনে এলে সবাই কেমন যেন বোবা হয়ে যাচ্ছেন। সালাম দিলেও শুধু কপালে হাত উঠছে, মুখে আওয়াজ নেই।

এ কারণে এখন তার পরিচয় হয়ে দাঁড়িয়েছে বোবা মাস্তান! সবার মুখে ভাষা না থাকার ব্যাপারটি তিনি বেশ উপভোগ করেন।

এর রহস্য জানতে যেতে হবে মাস্তানের ছোটবেলায়। তখন শিক্ষক ছেলেটাকে বলতেন, মুখে মুখে কথা বলা যাবে না, মুখে মুখে কথা বলা বেয়াদবি। বেড়ে ওঠার পর ছেলেটা ঠিক করে, সে-ও কাউকে মুখে মুখে কথা বলতে দেবে না। এ কারণেই সবাই তার সামনে বোবা হয়ে যায়।

এটা ‘বোবা মাস্তান’ নাটকের গল্প। নাম ভূমিকায় অভিনয় করছেন সাজু খাদেম। রাজধানীর কাওলায় আজ সোমবার (২১ সেপ্টেম্বর) এর দৃশ্যধারণ শুরু হয়েছে। পরশু আবার কাজ হবে। পরিচালনা করছেন আরবি প্রীতম।

বোবা মাস্তানের দৌরাত্ম্য তাহলে থামায় কে? উত্তরে সাজু জানালেন, সোনিয়া নামের একটা মেয়ে বোবা মাস্তানের মুখে মুখে কথা বলে। তার এই সাহসই  লোকটার জীবন পরিবর্তন করে দেয়। সোনিয়া চরিত্রে অভিনয় করছেন মৌসুমী হামিদ। আসন্ন ঈদে একটি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।

বাংলাদেশ সময় : ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।