ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

ঐশ্বরিয়া এখন নার্ভাস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
ঐশ্বরিয়া এখন নার্ভাস ঐশ্বরিয়া রাই বচ্চন

বিশ্বসুন্দরীর মঞ্চ থেকে মুকুট জিতেছেন। অভিনয় করেছেন অনেক ছবিতে।

সহশিল্পী হিসেবে পেয়েছেন বেশ কয়েকজন সুপারস্টারকে। গুণী নির্মাতাদের সঙ্গে কাজের অভিজ্ঞতাও হয়েছে। তবুও প্রত্যাবর্তনের ছবি নিয়ে নার্ভাস ঐশ্বরিয়া রাই বচ্চন। পাঁচ বছর পর রূপালি পর্দায় ফিরছেন বলেই তার এই দুশ্চিন্তা।

‘জাজবা’ নামের ছবিটি মুক্তির সময় ঘনিয়ে এসেছে। আগামী ৯ অক্টোবর থেকে এটি প্রেক্ষাগৃহে দেখা যাবে। সব কাজ শেষ হওয়ার সুবাদে গত রোববার (২০ সেপ্টেম্বর) পরিচালক সঞ্জয় গুপ্তর দেওয়া এক অনুষ্ঠানে অ্যাশ বলেছেন, ‘মনে হচ্ছে আমি নার্ভাস। কারণ ছবিটি দেখার জন্য সবাই প্রতীক্ষায় আছেন। অক্টোবর খুব বেশি দূরে নয়। ছবিটি মুক্তি পেতে খুব বেশি সময়ও নেই। ’

‘জাজবা’য় আইনজীবী চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া। এই অভিজ্ঞতা জানাতে গিয়ে ৪১ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘কাজটা করতে গিয়ে আমরা দারুণ সময় কাটিয়েছি। আগেও বলেছি, সঞ্জয়ের (গুপ্ত) সঙ্গে কাজ করে চমৎকার লেগেছে। যদিও চূড়ান্ত ছবিটি এখনও দেখিনি। দেখা যাক কি হয়। ’

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।