ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

২০ ফুট কুমিরের সঙ্গে হৃতিকের লড়াই!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
২০ ফুট কুমিরের সঙ্গে হৃতিকের লড়াই! হৃতিক রোশন

যতো ছবিতে কাজ করেছেন, সবটার চরিত্র অনুযায়ী নানা নিরীক্ষা করেছেন হৃতিক রোশন। এবার অতীতের সব ঘটনাকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি।

বলিউডের এই সুদর্শন সুপারস্টার ২০ ফুট দীর্ঘ কুমিরের সঙ্গে লড়াই করবেন। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি।

আশুতোষ গোয়াড়িকর পরিচালিত ‘মহেঞ্জোদারো’ ছবিতে দেখা যাবে এই দৃশ্য। একই নির্মাতার ‘যোধা আকবর’-এ হাতির সঙ্গে একটি দৃশ্যে অভিনয় করেন হৃতিক। এবার জীবনের ঝুঁকি নিয়ে পেশীশক্তিকে কাজে লাগিয়ে তিনি লড়বেন কুমিরের সঙ্গে। ইন্ডিয়া টিভি নিউজ এ খবর প্রকাশ করেছে।

‘মহেঞ্জোদারো’ ছবিতে বাঘের সঙ্গে হৃতিকের লড়াইয়ের খবর জানাজানি হয়েছে আগেই। তবে সেটা ফুটিয়ে তোলা হবে স্পেশাল ইফেক্টসের মাধ্যমে। তবে কুমিরের সঙ্গে তার লড়াই হবে সত্যি সত্যি! যদিও এতে কিছু স্পেশাল ইফেক্টসের কাজও থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।