ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

প্রসেনজিতের বাড়িতে নোভার নিমন্ত্রণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
প্রসেনজিতের বাড়িতে নোভার নিমন্ত্রণ

নোভা ফিরোজ লিখেছেন, ‘আমার জন্য এটা বড় সম্মান। ’ ফেসবুকে প্রসেনজিতের সঙ্গে তার বেশকিছু ছবিও দিয়েছেন তিনি।

বিস্তারিত জানতে ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় যখন যোগাযোগ করা হয়, তখন তিনি দেশে ফেরার পথে। রাতে ফ্লাইট। বিমানবন্দরে অপেক্ষা করছেন।  

নোভা জানালেন, কলকাতায় গিয়েছিলেন একটি অনুষ্ঠানে অংশ নিতে। তারপর প্রসেনজিতের সঙ্গে আলাপ। তিনিই নোভাকে তার বাড়িতে নেমন্তন্ন করেন।

২০ সেপ্টেম্বর নোভা হাজির প্রসেনজিতের বাড়িতে। তিনি বললেন, ‘আমি খুবই খুশি যে এমন একজন সুপারস্টার আমাকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন। খুবই দারুণ আপ্যায়ন করেছেন তিনি। ’

কী কথা হলো তার সঙ্গে? অনেক কিছুই। চলচ্চিত্র থেকে টিভি নাটক, সমস্যা-সংকট-সম্ভাবনা উঠে এসেছে তাদের ঘরোয়া আড্ডায়।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।