ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

অমিতাভের নাতনি ও শাহরুখ-পুত্রের সেলফি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
অমিতাভের নাতনি ও শাহরুখ-পুত্রের সেলফি

প্রায় এক বছর ধরে গুঞ্জনটি হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। আবার তা উসকে দিলো একটি সেলফি।

অমিতাভ বচ্চনের নাতনী নভ্য নাভেলি নন্দা আর শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের হৃদ্যতা প্রকাশ্যে এলো এর সুবাদে। এখন তারা নিজেদের বন্ধু বললেও এই সম্পর্ক কতোদূর গড়াতে পারে তা নিয়ে জল্পনা চলছে।

আরিয়ান ও নভ্যর মধ্যে প্রেমের সম্পর্ক থাকার মুখরোচক খবর ভেসে বেড়াচ্ছে বলিউডে। এ নিয়ে রসালো গল্পের অভাব হচ্ছে না! কয়েকদিন আগে দু’জন একটি সেলফি তোলেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে সেটা প্রথমে শেয়ার করেন আরিয়ান। কিছুক্ষণের মধ্যেই নিজের ইনস্টগ্রামে ছবিটি শেয়ার করেন নভ্যও। এরপরই তা ছড়িয়ে পড়ে অন্তর্জাল দুনিয়ায়।
 
শাহরুখ-পুত্র আরিয়ান ও অমিতাভ-কন্যা শ্বেতা নন্দার মেয়ে নভ্য ছোটবেলার বন্ধু। পড়াশোনার জন্য দু’জনই এখন আছেন লন্ডনে। তারা একই কলেজের শিক্ষার্থী। সব মিলিয়ে সমীকরণটা প্রেমের দিকে এগোচ্ছে বলেই গুঞ্জন চলছে।

** শাহরুখের ছেলে ও অমিতাভের নাতনীকে জড়িয়ে বিতর্ক

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।