ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

জাতিসংঘ সাধারণ অধিবেশনে কাজল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
জাতিসংঘ সাধারণ অধিবেশনে কাজল কাজল

হাতে আছে ‘দিলওয়ালে’র মতো বড় বাজেটের ছবি। মুক্তি পেতে বেশি সময়ও নেই।

তবু সময় বের করে ঠিকই আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন কাজল। এর অংশ হিসেবে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে যুক্ত হয়েছেন তিনি। এখানেই খবরটি দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

গত ২১ সেপ্টেম্বর কাজল বলেছেন, ‘স্বাস্থ্যবিধি বিষয়ক বৈশ্বিক লক্ষ্যকে সমর্থন জানাতে জাতিসংঘ সাধারণ অধিবেশন ও গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালে যাওয়ার ঘোষণা দিতে পেরে আমি উচ্ছ্বসিত। ’

এবারের জাতিসংঘ সাধারণ অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দের পাশাপাশি থাকবেন রূপালি পর্দার তারকারা। কাজল ছাড়াও যাবেন হলিউড তারকা লিওনার্ডো ডিক্যাপ্রিও। নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই, বিল গেটস, মেলিন্ডা গেটস তো থাকবেনই।

জানা গেছে, আগামী ২৬ সেপেটম্বর একটি সংগীত উৎসবেও অংশ নেবেন কাজল। এখানে গাইবেন বিয়ন্সের মতো শিল্পী আর পার্ল জ্যাম ও কোল্ডপ্লের মতো বিখ্যাত ব্যান্ড। এই আয়োজনে কাজলের পাশাপাশি ভারত থেকে যাবেন গায়িকা সুনিধি চৌহান।

বাংলাদেশ সময় : ০২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
বিএসকে/জেএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।