ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

আমিরের পোস্টারে দেখে টুইটারে হাসির রোল!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
আমিরের পোস্টারে দেখে টুইটারে হাসির রোল!

নিজের নতুন ছবি ‘দঙ্গল’-এর প্রথম পোস্টারে আমির খানের মুখের চারপাশে ভেজা মাটি দেখে টুইটারে হাসাহাসি হচ্ছে! গত ২১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগের মাধ্যমটিতে তিনি এটি প্রকাশ করেন। অবশ্য ইদানীং তার সবকিছু নিয়েই টুইটারে হাসির রোল পড়ে যায়!

কমেডিয়ান কানন গিল লিখেছেন, ‘মনে হচ্ছে আমার চকোলেট আইসক্রিমে আমিরের মুখ!’ আরেকজন লিখেছেন, দঙ্গলের পোস্টারকে বৃষ্টিপাতের আধঘণ্টা পর ভারতের প্রতিটি সড়কের মতো লাগছে! কারও মন্তব্য- মেকআপ দরকার নেই, শুধু মুলতানি মাটি মাখলেই চলবে!

সম্প্রতি ‘বজরঙ্গি ভাইজান’ আর ‘কাট্টি বাট্টি’ দেখে কেঁদেছেন আমির।

এ কারণেও হাসাহাসি হয়েছে। তার কান্নার প্রসঙ্গ টেনে কেউ লিখেছেন, ‘দঙ্গল সেই ছবি, যেটা দেখিয়ে অন্য সবাইকে কাঁদাতে চান আমির। ’ আরেকজন উপহাসের ঢঙে বলেছেন, ‘দঙ্গলের পোস্টারের সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, এখানে আমির কাঁদছেন না!’ টুইটারে সবাই হেসে কুটিকুটি হওয়ায় একজন লিখেছেন, ‘পোস্টারটি নিয়ে তৈরি হওয়া কৌতুক পড়ে আমির না কাঁদলে তা হবে বিস্ময়কর ব্যাপার। ’

নিজেকে নিয়ে এমন হাসাহাসি দেখে ক্ষেপেননি আমির। বরং গত সপ্তাহে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি সব কৌতুক পড়েছি। পড়ে হেসেছিও। এখন সেগুলো মনে নেই। তবে ভালো কিছু কৌতুক ছিলো। সবার মনোযোগ উপভোগ করছি। ’

এদিকে নিতেশ তিওয়ারির পরিচালনায় ‘দঙ্গল’ ছবির দৃশ্যধারণ চলছে লুধিয়ানায়। এতে কুস্তিগীর মহাবীর ফোগাতের চরিত্রে অভিনয়ের জন্য ৯৫ কিলো ওজন বাড়িয়েছেন আমির। এটি মুক্তি পাবে আগামী বছরের ডিসেম্বরে। এটা হবে ‘পিকে’র পর তার নতুন ছবি।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।