ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

জয়ার ‘রাজকাহিনী’র প্রশংসায় মহেশ ভাট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
জয়ার ‘রাজকাহিনী’র প্রশংসায় মহেশ ভাট জয়া আহসান ও মহেশ ভাট

‘রাজকাহিনী’র রুবিনা জয়া আহসান। গল্প ১৯৪৭-এর।

যখন এক ধাক্কায় ভাগ হয়ে গেলো গোটা ভারত সামাজ্য। ভিটেবাড়ি হারালো লাখো মানুষ। পথে পথে দাঙ্গা, রক্ত, খুন। ওই সময়কে ফ্রেমে তুলে এনেছেন সৃজিত মুখার্জি। নারী প্রধান এ গল্পে দশজন নারীর একজন জয়া।

আনন্দের খবর হলো, ছবিটির ট্রেলার দেখে ২৩ সেপ্টেম্বর দুপুরে টুইট করেছেন বলিউডের খ্যাতিমান নির্মাতা মহেশ ভাট। তিনি লিখেছেন, ‘সৃজিত মুখার্জির রাজকাহিনীর ট্রেলার আমাকে কাঁদিয়েছে। ’ ছবিটির ট্রেলার আর গানও শেয়ার করেছেন তিনি।

শুধু বলিউড নয়, গোটা ভারতবাসীর কাছে এ নামটি সম্মানের। সেই মহেশ ভাট যখন কোনো ছবির প্রশংসা করেন, সেটি অবশ্যই বাড়তি পাওয়া। উত্তরে সৃজিত তাই তাকে ‘স্যার’ সম্বোধন করে ধন্যবাদ জানাতে ভুল করেননি।

‘রাজকাহিনী’তে জয়ার পাশাপাশি অভিনয় করেছেন ঋতুপর্ণা ঘোষ, শাশ্বত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, পার্নো মিত্র, লিলি চক্রবর্তী, প্রিয়াংকা সরকার, সুদীপ্তা চক্রবর্তী, সায়নী ঘোষ, ধৃতিমান ঘোষ, ঋদিমা ঘোষ, দিতিপ্রিয়া রায়, এনা সাহা, কাঞ্চন মল্লিক, রুদ্রনীল ঘোষ, রজতাভ দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, ব্রাত্য বসু, কৌশিক সেন, যীশু সেনগুপ্ত প্রমুখ। ১৬ অক্টোবর মুক্তি পাবে ‘রাজকাহিনী’।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।