ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

দীপিকা ঘোরাতে পারেন রণবীরের ভাগ্য! (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
দীপিকা ঘোরাতে পারেন রণবীরের ভাগ্য! (ভিডিও) ‘তামাশা’ ছবির দৃশ্যে রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন

সেই যে ‘বেশরম’ দিয়ে শুরু হয়েছে দুই বছর আগে, রণবীর কাপুরের সাফল্যের চাকা আর ঘোরেনি। চলতি বছর ‘রয়’ মোটামুটি চললেও ‘বোম্বে ভেলভেট’ তার ক্যারিয়ারে চরম ভরাডুবি ঘটিয়েছে।

তিনি আবার কবে হিটের দেখা পাবেন তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা।

তবে আগামী ছবি ‘তামাশা’ নিয়ে স্বয়ং রণবীরই আশাবাদী। কারণ এখানে তার সহশিল্পী হিসেবে আছেন দীপিকা পাড়ুকোন। ‘বেশরম’-এর আগে তার সর্বশেষ হিট ছবি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র নায়িকা ছিলেন দীপিকাই। তাই প্রাক্তন প্রেমিকাকেই নিজের ভাগ্য হিসেবে দেখছেন তিনি।

অতীতও এ জুটির সাফল্যের কথাই বলছে। দীপিকার সঙ্গে জুটি বাঁধলেই রণবীরের ছবি হিট হয়। এবারের ছবিও হিট হবে বলে ধরে নিচ্ছেন অনেকে। প্রাক্তন প্রেমিকাকে রণবীরও ভাগ্যলক্ষ্মী মনে করছেন! তার আশা, এবার অন্তত বক্স অফিস উপচিয়ে প্রযোজকের ঘরে টাকা তুলে দিতে পারবেন তিনি।

রণবীর-দীপিকা এখন ‘তামাশা’র প্রচারণা নিয়ে ব্যস্ত। এক অনুষ্ঠানে ৩২ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘যাকে সবাই সৌভাগ্য বলছেন, সেটা আসলে দীপিকার পরিশ্রম! দীপিকা অনেক পরিশ্রম করে আজকের অবস্থানে এসে পৌঁছেছে। ও খুবই আন্তরিক মানুষ। আশা করছি, ওর ভাগ্য আমার পক্ষেও কাজ করবে। আমার দুর্ভাগ্য না আবার ওর ঘাড়ে চেপে বসে! এটা আসলে নির্ভর করছে ‘তামাশা’র ওপর। ’

ইমতিয়াজ আলি পরিচালিত ‘তামাশা’র মাধ্যমে দুই বছর পর ফের জুটি বাঁধলেন রণবীর-দীপিকা। একই পরিচালকের সঙ্গে রণবীর ‘রকস্টার’ আর দীপিকা কাজ করেছেন ‘লাভ আজকাল’ ছবিতে।

দীপিকার সঙ্গে জুটি নিয়ে রণবীর বলেন, ‘বাচনা এ হাসিনো মুক্তির অনেক পর আমরা দ্বিতীয়বার একফ্রেমে এসেছিলাম। এবার কাজ করলাম ‘তামাশা’য়। ওকে অভিনেত্রী হিসেবে পরিণত হতে দেখেছি সামনে থেকে। ওর থেকে অনেক কিছু শেখা যায়। তার সঙ্গে কাজ করলে উৎসাহিত হই, অনুপ্রেরণাও পাই। ’

রণবীর মনে করেন, তার কাছ থেকে সেরাটা বের করে এনেছেন পরিচালক হিসেবে ইমতিয়াজ আর সহশিল্পী হিসেবে দীপিকা। তার ভাষ্য, ‘এমন মেধাবী দু’জন থাকলে এমনিতেই চাপ কমে যায়। তাদের সঙ্গে কাজ করলে অনেকটা চাপমুক্ত থাকি। ’

এদিকে গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত হলো ছবিটির ট্রেলার। এতে প্রাক্তন প্রেমিক-প্রেমিকা রণবীর-দীপিকাকে নিবিড়ভাবে চুমু খেতে দেখা গেছে। অসাধারণ সব লোকেশন, যৌবনের উদ্দাম, দূরে কোথাও চলে যাওয়ার প্রবণতা, হাসি-মজা, অভিমান, জীবনের নানা ঘাত-প্রতিঘাত-এই হলো ছবির প্লট। নামকরণ প্রসঙ্গে রণবীর বললেন, ‘আমরা বিনোদন জগতের মানুষ। তামাশা ভালো কিংবা মন্দ হতে পারে। কিন্তু এর একটা সীমা থাকা উচিত। সেটাই বোঝানো হয়েছে এ ছবিতে। ’
 
‘তামাশা’ মুক্তি পাবে আগামী ২৭ নভেম্বর। এর সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান।

* ‘তামাশা’ ছবির ট্রেলার


বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।