ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

স্বাগতার বিয়ের সানাই বাজলো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
স্বাগতার বিয়ের সানাই বাজলো রাশেদ জামান ও স্বাগতা

একদিন পরেই ঈদুল আজহা। ঈদ আনন্দ উপভোগের একদিন আগে দারুণ খুশির দেখা পেলেন স্বাগতা।

ওইদিন অর্থাৎ গত ২৩ সেপ্টেম্বর বিয়ে করেছেন জনপ্রিয় এই মডেল, অভিনেত্রী, গায়িকা। চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন তিনি।

রাজধানীর মগবাজারে জিনাত শানু স্বাগতাদের বাসার ছাদে ঘরোয়া পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এখানে শুধু দুই পরিবারের সদস্য আর কাছের বন্ধুরা ছিলেন। বিয়ের পর সেলফি তুলে ফেসবুকে দিয়েছেন স্বাগতা। এ ছাড়া বিয়ের আসরে একই আয়নায় বর-কনের মুখ দেখার ছবিও পাওয়া গেলো ফেসবুকে।

ভালোবেসেই ঘর বেঁধেছেন দু’জনে। আংটিবদলের প্রায় চার মাস পর বিয়ের পিঁড়িতে বসলেন তারা। গত মে মাসে তাদের বাগদান হয়। নবদম্পতি জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করবেন তারা।

এবারের ঈদে স্বাগতা অভিনীত বেশ কয়েকটি নাটক প্রচার হচ্ছে। একাধিক ধারাবাহিক নাটকেও কাজ করছেন তিনি। অন্যদিকে রাশেদ জামান সম্প্রতি অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ ছবির চিত্রগ্রহণ করেছেন।

বাংলাদেশ সময় : ০১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।