ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

উচ্ছ্বসিত নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
উচ্ছ্বসিত নুসরাত ফারিয়া ‘আশিকী’র দৃশ্যে নুসরাত ফারিয়া

‘প্রথম ছবি হিসেবে অনেক ভয় ও সংশয় কাজ করেছিলো। এখানকার দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা আমার পরবর্তী ধাপে এগোনোর জন্য অনেক গুরুত্বপূর্ণ।

তারা আমাকে নিরাশ করেননি। তাদের কাছে আমার অভিনয় প্রশংসিত হচ্ছে, তারা আমাকে সাদরে গ্রহণ করছেন। এ ব্যাপারটা একজন নতুন অভিনেত্রী হিসেবে আমার কাছে খুবই আনন্দের’- বলছিলেন নুসরাত ফারিয়া।

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘আশিকী’ ছবির সাফল্যে উচ্ছ্বসিত জনপ্রিয় এই মডেল-উপস্থাপিকা। তিনি আরও বলেন, ‘ছবিটি প্রথম কলকাতায় মুক্তি পাওয়ার পর সেখানকার দর্শকদের ভালো সাড়া আমার মধ্যে আত্মবিশ্বাস ও আশার আলো জোগায়। তবুও এ দেশের দর্শক আমাকে প্রথমবার বড় পর্দায় দেখছেন। ’

‘আশিকী’র প্রতিটি প্রদর্শনী হাউসফুল যাচ্ছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আবদুল আজিজ ও অশোক পাতি পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেছেন মৌসুমী, অঙ্কুশ।

বাংলাদেশ সময় : ১৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
জেএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।