ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

অমিতাভের জন্মদিন উদযাপন করলো কুলিরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
অমিতাভের জন্মদিন উদযাপন করলো কুলিরা ‘কুলি’ ছবির দৃশ্যে অমিতাভ বচ্চন

১৯৮৩ সালে ‘কুলি’ ছবিতে অমিতাভ বচ্চনের অভিনয় স্মরণীয় হয়ে আছে। এর সূত্র ধরে গতকাল রোববার (১১ অক্টোবর) ভোপালের হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশনে তার ৭৩তম জন্মদিন উদযাপন করেছেন কুলিরা।



জানা গেছে, স্টেশনের বাইরে একটি প্যান্ডেল সাজিয়েছেন কুলিরা। এখানে বিগ বি’র বিশাল এক পোস্টার রাখা হয়। তারা কেকও কেটে কিংবদন্তি এই অভিনেতার দীর্ঘায়ু কামনা করেন। এরপর ‘কুলি’ ছবির গান গেয়ে নেচেছেন সবাই মিলে।

রাকেশ নামের এক কুলি বার্তা সংস্থা আইএএনএসকে বলেন, ‘কুলি ছবিটি শুধু আমাদের পেশার মানুষকে পরিচিতি এনে দেয়নি, পাশাপাশি শ্রদ্ধাও তৈরি হয়েছে কুলিদের প্রতি। অমিতাভ বচ্চন অনেকদিন সুস্থভাবে বেঁচে থাকুক। ’

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।