ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

কালীপূজায় ‘ব্ল্যাক’ নিয়ে মিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
কালীপূজায় ‘ব্ল্যাক’ নিয়ে মিম ‘ব্ল্যাক’ ছবির প্রথম পোস্টারে সোহম ও মিম

আগামী মাসে কালীপূজায় মুক্তি পাবে মিম অভিনীত ‘ব্ল্যাক’। উৎসব উপলক্ষে একই দিন দুই বাংলায় এটি মুক্তি পেতে যাচ্ছে।

যৌথ প্রযোজনার ছবিটিতে তার নায়ক ওপার বাংলার সোহম। কলকাতার রাজা চন্দ ও ঢাকার কিবরিয়া লিপুর যৌথ পরিচালনায় ছবিটিতে প্রথমবারের মতো জুটি হয়েছেন দুই বাংলার জনপ্রিয় দুই তারকা।

আজ সোমবার (১২ অক্টোবর) ছবিটির প্রথম পোস্টার (ফার্স্ট লুক) প্রকাশ করা হয়েছে। ভায়াকম এইটিন মোশন পিকচার্স ও দাগ ক্রিয়েটিভ মিডিয়া থাকছে এর পরিবেশনার দায়িত্বে। প্রযোজনায় কিবরিয়া ফিল্মস ও দাগ ক্রিয়েটিভ মিডিয়া।

এদিকে ‘ব্ল্যাক’ দুই বাংলার ছবি হলেও এর পোস্টারে বাংলাদেশি পরিচালক কিবরিয়া লিপুর নাম নেই। নেই তার প্রতিষ্ঠানের নামও। সাম্প্রতিক অতীতের যৌথ প্রযোজনার অন্যান্য ছবির মতোই ‘ব্ল্যাক’ও বিতর্ক নিয়ে মুক্তির আলোয় আসছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এসও/জেএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।