ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

ঢাকায় গানস এন’ রোজেসের জিলবি ক্লার্ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
ঢাকায় গানস এন’ রোজেসের জিলবি ক্লার্ক

তুমুল জনপ্রিয় আমেরিকান হার্ডরক ব্যান্ড গানস এন’ রোজেস-এর প্রাক্তন সদস্য ও রকস্টার জিলবি ক্লার্ক বাংলাদেশ সফরে আসছেন। ১৬ অক্টোবর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত একটি কনসার্টে গাইতেই তার এই আগমন।

‘সাউন্ডস অব গানস এন’ রোজেস’ নামে ওই কনসার্টে জিলবি ক্লার্কের সঙ্গে আরও থাকবেন ট্রয় পেট্রিক ফ্যারেল ও ই.জে ক্রুস। রক মিউজিকে সাড়া জাগানো এ ব্যান্ডটির কোনো সদস্যের এটিই প্রথম বাংলাদেশ সফর।

কনসার্টটি আয়োজন করছে ক্রেইন্স লিমিটেড। ইয়োলো এবং মাইক্রোসফট লুমিয়া রয়েছে আর্থিক সহযোগী হিসেবে। এর আগে বাংলাদেশে ব্রায়ান অ্যাডামস, আশা ভোঁসলে, এমএলটিআর ও জুলিয়ান মার্লের মতো প্রখ্যাত সংগীতব্যক্তিত্বের কনসার্ট আয়োজন করেছিলো  ক্রেইন্স।

টিকিট মূল্য দুই হাজার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত। পাওয়া যাবে সকল বিএফসির আউটলেট, ম্যাডশেফ (ধানমন্ডি), নান্দুস (ধানমন্ডি) ও এখনই ডট কমে। কনসার্ট শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।