ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

ব্যাংককে শাকিব-পড়শির মন নাজেহাল!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
ব্যাংককে শাকিব-পড়শির মন নাজেহাল!

‘…মন নাজেহাল, মন বেসামাল, প্রেমেতে মাতাল’- এমন কথার গানটি গেয়েছিলেন পড়শি। এতে তার সহশিল্পী ভারতের শান।

আজ বুধবার (১৪ অক্টোবর) থেকে ব্যাংককের বিভিন্ন লোকেশনে চলছে গানটির দৃশ্যধারণ’। নিজের গানে নিজেই ঠোঁট মেলাচ্ছেন পড়শি। আর শাকিব ঠোঁট মেলাচ্ছেন শানের ‍কণ্ঠের সঙ্গে।

মজার ব্যাপার হলো, বড়পর্দায় গানটিতে শাকিবের নায়িকা হিসেবে দেখা যাবে গায়িকা পড়শিকে। ছবির নাম ‘মেন্টাল-ইট ক্যান বি ইউর লাভ স্টোরি’। পরিচালক শামীম আহম্মেদ রনি জানান, এবারই প্রথম বড় পর্দায় দেখা যাবে পড়শিকে।

ব্যাংককে এ ছবির আরও দুটি গানের চিত্রায়ন হয়েছে। এগুলোতে শাকিবের সঙ্গে নেচেছেন তিশা ও অাঁচল।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।