ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

আবার ‘লাইফ ইজ বিউটিফুল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
আবার ‘লাইফ ইজ বিউটিফুল’

তরুণ সমাজের সমস্যা, মানুষের শৈশব-কৈশোরের স্মৃতিকাতরতা, বেকারত্ব প্রভৃতি অসঙ্গতি ও তার থেকে উপায় নিয়ে সাজানো মাইম আর্টের প্রযোজনা ‘লাইফ ইজ বিউটিফুল’ প্রশংসিত হচ্ছে। তাই আবার এর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।



আগামীকাল বৃহষ্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে রয়েছে সোয়া এক ঘণ্টার এই নির্বাক উপস্থাপনা। নিজের রচনা ও নিদের্শনায় এতে একক অভিনয় করেছেন নিথর মাহবুব।

এ প্রসঙ্গে নিথর জানান, জীবনে দুঃখ-কষ্ট যা-ই আসুক না কেন হতাশ হওয়া চলবে না। হতাশ হয়ে নিজের জীবন  ধ্বংস করাটা বোকামি। কারণ বেঁচে থাকাটা এক পরম আনন্দের বিষয়। জীবনমুখী পথ চলার মেসেজ নিয়েই  'লাইফ ইজ বিউটিফুল'।

এই প্রযোজনায় সংগীতায়োজনে থাকছেন এসবি শুভ, আলোক পরিকল্পনায় মনির ও স্বচ্ছ, ব্যবস্থাপনায় ফয়সাল মাহমুদ, টুটুল ও মুনিয়া, রুপসজ্জা, মঞ্চ, পোশাক পরিকল্পনায় নিথর মাহবুব ।

বাংলাদেশ সময় : ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।