ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিকিনি শরীরের জন্য সাইক্লিং করেছিলাম: আলিয়া ভাট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
বিকিনি শরীরের জন্য সাইক্লিং করেছিলাম: আলিয়া ভাট আলিয়া ভ‍াট

বিকিনিতে সেজে ওঠার জন্য কতো নায়িকা কতো কী-ই না করেন! দিনরাত জিমে কাটান। কিন্তু, আলিয়া ভ‍াট? শুধুমাত্র সাইকেল চালিয়েই বিকিনি-কন্যা হিসেবে নাম কিনেছেন তিনি।

আগামী ছবি ‘শানদার’-এ গোলাপি বিকিনিতে দেখা যাবে আলিয়াকে। নিজেকে বিকিনিতে আকর্ষণীয় করে তুলতে জিম ছেড়ে তিনি বেরিয়ে পড়েছেন সাইকেল নিয়ে। কিন্তু কেনো?

২২ বছর বয়সী এই অভিনেত্রী জানান, ‘যেখানে ছবির কাজ চলছিলো। ওই জায়গার সৌন্দর্যই আমাকে সাইক্লিংয়ে অনুপ্রাণিত করেছে। লোকেশনটা এতো সুন্দর ছিলো যে, আমি রোজ সাইকেলে চক্কর কাটতাম। তাছাড়া সাগরতটের নির্মল বাতাসে পরিশ্রম করার ইচ্ছেটাও বেড়ে যেতো!’

আলিয়া একাই নন। সময় পেলেই শাহিদ কাপুর ও শাহিদের ছোটো ভাই ঈশানও সাইকেল নিয়ে বেরিয়ে পড়তেন আলিয়ার সঙ্গে।

আলিয়া এখন ব্যস্ত ‘শানদার’-এর প্রচারণার কাজে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন শহিদ কাপুর। ছবিটি মুক্তি পাবে ২২ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
বিএসকে/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।