ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভারতের হরিদ্বারে সিলভেস্টার প‍ুত্রের শ্রদ্ধানুষ্ঠান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
ভারতের হরিদ্বারে সিলভেস্টার প‍ুত্রের শ্রদ্ধানুষ্ঠান সিলভেস্টার স্ট্যালোন

ভারতের হরিদ্বারে হলিউডের জনপ্রিয় অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের ছেলে সেইজ’এর শ্রদ্ধা অনুষ্ঠান সম্পন্ন হলো। গত সপ্তাহে এই শ্রদ্ধা অনুষ্ঠানটি হয়।

মিডিয়াতে খবরটি গোপন রেখেই কাজটি করা হয়েছে।

ছেলের শ্রদ্ধানুষ্ঠানে ৬৯ বছর বয়সী এই অভিনেতা উপস্থিত ছিলেন না। তবে তার সৎভাই মাইকেল ও স্ত্রী হরিদ্বারে এসে শ্রদ্ধানুষ্ঠানটি সম্পন্ন করেন।

২০১২ সালের ১৩ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সেজ। মাত্র ৩৬ বছর বয়সে আকস্মিকভাবে মৃত্যু হয় তার।

মৃত ছেলেকে মাঝে মধ্যেই দেখতে পান স্ট্যালোন। ত‍াই তার আত্মার শান্তি কামনার জন্য গত সপ্তাহে একটি পূজা করেন তারা।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
বিএসকে/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।